Thursday, May 31

গোলাপগঞ্জ পৌর মেয়রের মৃত্যুতে কানাইঘাট পৌর পরিষদের শোক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল জববার চৌধুরীর মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কানাইঘাট পৌর পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে পৌরসভার মাসিক সভা চলাকালে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর মাসিক সভায় শোক প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাৎক্ষণিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেই সাথে মেয়র নিজাম উদ্দিন কানাইঘাট পৌরবাসীর পক্ষ থেকে মেয়রের শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান। মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জবাসীর যে অপূরনীয় ক্ষতি হয়েছে তাহা সহজে পূরণ হওয়ার মতো নয়, তার মৃত্যুতে সিলেটের জনপ্রতিনিধিরা একজন অভিজ্ঞ অভিভাবক কে হারিয়েছে বলে মেয়র নিজাম উদ্দিন এক শোকবার্তায় উল্লেখ করেন।

কানাইঘাট নিউজ ডটকম/৩১মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়