Thursday, May 31

কানাইঘাটে মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কের উপর যত্রতত্র ভাবে যানবাহন রেখে জনসাধারণের চলাফেরায় প্রতিবন্ধতা সৃষ্টি করার অপরাধে মোটরযান অধ্যাদেশ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কানাইঘাট উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা আকষ্মিক ভাবে কানাইঘাট বাজারে রাস্তার উপর রাখা যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামেন। এ সময় রাস্তার উপর অবৈধ ভাবে ট্রাক রেখে মালামাল লোড-আনলোড, অটোরিক্সা (সিএনজি) গাড়ীসহ অন্যান্য যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৬ জনকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। উল্লেখ যে, রমজান মাসের শুরু থেকে কানাইঘাটের প্রতিটি হাট বাজারের দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ভেজাল, বাসি খাবার বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন নির্বাহী কর্মকর্তা। এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কানাইঘাট নিউজকে জানিয়েছেন। 

কানাইঘাট নিউজ ডটকম/৩১মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়