Tuesday, May 15

সোনমকে মনে করে যা বললেন আনন্দ

কানাইঘাট নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে অবশেষে গাঁটছড়া বাঁধলেন বলিউড সুন্দরী সোনম কাপুর। বিয়ের পরপরই কান চলচ্চিত্র উৎসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এখনও মধুচন্দ্রিমাও সারা হয়নি। তাই এরমধ্যে যেন বিচ্ছেদ চলছে সোনম-আনন্দ আহুজার। কারণ আনন্দ যে এখন সোনমকে চোখে হারাচ্ছেন। কেনই বা চোখে হারাবে না বিয়ে তো হয়েছে মাত্র ৬ দিন। তবে তারই মধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে গিয়েছেন নববধূ সোনম। তার সঙ্গে অবশ্য আনন্দও গেছেন। তবুও সোনম এতটাই ব্যস্ত যে আনন্দকে বিশেষ সময় দিতে পারছেন না। সোনম অবশ্য কানে পৌঁছেই হাবি আনন্দের সঙ্গে তার সুন্দর একটা ছবি শেয়ার করে লিখেছেন, 'আনন্দকে তার বড্ড মনে পড়ছে।' যেখানে হালকা গোলাপী শাড়িতে বলিউড সুন্দরীকে যে ভীষণ সুন্দর লাগছে তা আর বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে কালো শ্যুটে বেশ মানিয়েছেন আনন্দকেও। আর এই ছবি দেখেই নতুন বৌকে বড্ড মনে পড়ছে আনন্দেরও। সোনমের উদ্দেশ্যে তার পাল্টা বার্তা, ''আমি তোমার এবং তোমার টিমের জন্য গর্বিত। তোমরা কানের জন্য কতটা পরিশ্রম করছ দেখে ভালো লাগছে। তুমি একদিকে ট্যালেন্টেড এবং সুন্দরীও। শুভেচ্ছা রইল।''

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়