Monday, May 28

দক্ষিণ কোরিয়ায় ইপিএস বাংলার আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

আব্দুল্লাহ আল-মাহবুব,দক্ষিণ কোরিয়া:
দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ ও ইসলামিক সেন্টারে ইপিএস বাংলা কমিউনিটির আয়োজনে সফলভাবে শেষ হল '২য় ইপিএস
বাংলা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল। দুপুর ২ টা থেকে আরম্ভ হয়ে বিভিন্ন দেশের প্রতিযোগি ও বিচারকদের সমন্বয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলে ইফতারের আগ পর্যন্ত। পাঁচটি দেশের প্রতিযোগিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাধুর্য্যময় কন্ঠ ও বাচনভঙ্গিতে চ্যাম্পিয়ন হয় উজবেকিস্তানের প্রতিযোগি হাফেজ আব্দুর রশিদ। প্রথম রানার আপ বাংলাদেশি রাসেল ও দ্বিতীয় রানার আপও বাংলাদেশি হাফেজ ইলিয়াস। প্রথম স্থান অধিকারী পুরস্কার হিসেবে পায় ১ মিলিয়ন (দশ লক্ষ) উওন দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পায় যথাক্রমে ৫লাখ ও ৩লাখ উওন। এছাড়াও ৭০জন প্রতিযোগির মধ্যে থেকে ফাইনাল
রাউন্ডে আসা ১২জন প্রতিযোগি সবার জন্য ছিলো সার্টিফিকেট ও শিশু প্রতিযোগিদের জন্য অনুপ্রেরণা পুরস্কার ছিলো সার্টিফিকেট ও জায়নামাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার দূতাবাসের ডেপুটি হেড মোহাম্মদ আল জোয়াইদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুইঞা, কাতার দূতাবাসের কর্মকর্তা আনোয়ার হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। সর্বস্তরের মুসলিম ভাই বোনদের সমন্বয়ে ইফতার মাহফিলে প্রায় এক হাজার লোকের সমাগম হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো কাতার দূতাবাস, কাতার চ্যারিটি, এস এন ফুড, জি এম ই রেমিট্যান্স ও বিডি হাউজ। অনুষ্ঠান সফল করার জন্য ইপিএস বাংলা কমিউনিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়।

কানাইঘাট নিউজ ডট.কম/ আআম/মার/২৮মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়