Monday, April 30

সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে প্রাণ হারালেন কানাইঘাটের যুবক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলায় বোরো ধান কাটতে গিয়ে ইয়াহিয়া (২৮) নামে কানাইঘাটের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আব্দুল্লাহ (৩৫) নামের আরো একজন আহত হয়েছেন। নিহত ইয়াহিয়া বাড়ী কানাইঘাটের ৫নং বড়চতুল ইউ.পির রায়পুর গ্রামের ইলিয়াছ আলীর ছেলে। নিহতের পরিবারের কাছ থেকে জানা যায়, প্রায় ২০ দিন পূর্বে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার উছনপুর ছয়হারার হাওরে বোরো ধান কাটতে যান ইয়াহিয়াসহ গ্রামের আরো কয়েকজন ধান কাটা শ্রমিক। আজ সোমবার ভোর ৫টার দিকে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে ইয়াহিয়ার মৃত্যু হয়। বজ্রপাতে জলসে গিয়ে একই গ্রামের মৃত আব্দুল মুতলিবের পুত্র আব্দুল্লাহ গুরুতর আহত হন। নিহতের লাশ সুনামগঞ্জ থেকে নিজ বাড়ীতে আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ে আসলে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় ইউ.পি সদস্য ওলিউর রহমান জানিয়েছেন বজ্রপাতে নিহত ইয়াহিয়া একজন হতদরিদ্র ব্যক্তি। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 

কানাইঘাট নিউজ ডট.কম/ ১মে ২০১৮ ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়