নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বানীগ্রাম ইউপি'র কায়স্থগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সপ্তম বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শুক্রবার বিকেল ২টায় কায়স্থগ্রাম সুরমা খেয়াঘাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বানীগ্রাম ইউ.পির চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ছিফত উল্লাহর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবী বশির ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সমাজসেবী বরকত উল্লাহ, ইউ.পি সদস্য আতাউর রহমান, কানাইঘাট কলেজের ইংরেজী প্রভাষক রশিদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, মাস্টার হেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জেড.আই নাবিল, ইকবাল ফেরদৌস, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বশির ইসলাম বলেন, কায়স্থগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের
প্রশংসনীয় শিক্ষা মূলক কার্য্যক্রমে এলাকার মেধাবী শিক্ষার্থীরা যেমন বৃত্তি পাচ্ছেন, পাশাপাশি উক্ত সংগঠন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একত্রিত করে নানামুখী কার্য্যক্রম পরিচালনা করায় তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের হাতে নগদ এককালীন বৃত্তি এবং সনদ ও ক্রেষ্ট তোলে দেন অথিতিবৃন্দ। ইউ.পি চেয়ারমান মাসুদ আহমদ কায়স্থগ্রাম এলাকার রাস্তাঘাটের উন্নয়নের আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি কায়েস্তগ্রাম ছাত্রকল্যাণ পরিষদকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়