Monday, March 19

কানাইঘাটে সূচনা কর্মসূচি, এফআইভিডিবির আয়োজনে সরকারি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সূচনা কর্মসূচী, এফআইভিডিবির আয়োজনে পুষ্টি উন্নয়নে সূচনা কর্মসূচীর সাথে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সহযোগিতা জোরদারকরণ বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও তানিয়া সুলতানার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। কানাইঘাটে ৬টি ইউনিয়নে সূচনা কর্মসূচীর কার্যক্রম তুলে ধরে মাঠ পর্যায়ে কর্মকর্তারা বলেন, সূচনা হচ্ছে অতি দরিদ্র জনগোষ্ঠির মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণ পুষ্টি বিষয়ক একটি সমন্বিত কর্মসূচী। এর লক্ষ্য হচ্ছে অতি দরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি অবস্থার উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরের মধ্যে ৬ ভাগ কমিয়ে আনা। সভায় বক্তব্য রাখেন সূচনা ওর্য়াল্ড ফিস কর্মকর্তা গোপাল দেবনাথ, মনিটরিং অফিসার আঞ্জুমান আরা স্বাম্মী, গভার্নেন্স অফিসার মো. আবু সাইদ, উপজেলা প্রজেক্ট ম্যানেজার মো. জালাল উদ্দিন, লাভলী হোল্ড ম্যানেজার সেলিম মোড়ল, ইউনিয়ন কো-অডিনেটর জয়নাল উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। সভায় সূচনার উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নে নেওয়া কর্মসূচী বাস্তবায়নে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে সূচনা কানাইঘাটে জনকল্যাণ, অর্থনৈতিক ও স্বাবলম্বী মূলক কর্মকান্ড তোলে ধরা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়