নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের রাজাগঞ্জ ইউ.পির সুরমা নদীর ভাঙ্গন কবলিত খালপার গ্রামসহ আশপাশ এলাকা থেকে অবৈধভাবে হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু উত্তােলনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। খালপার গ্রামবাসীর পক্ষে জনৈক লালম মিয়া বুধবার বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন একই ইউ.পির খালপার গ্রামের প্রভাবশালী সৈয়দ গোলাম আলী, সৈয়দ গোলাম অদুদ, সৈয়দ গোলাম মুকিত, গোলাম মুহিত, গোলাম মুনিম, গোলাম হোসেন উরফে মইন উদ্দিন এলাকাবাসীর বাধা নিষেধ উপেক্ষা করে সুরমা নদীর মারাত্মক নদী ভাঙ্গন কবলিত খালপার গ্রামসহ আশপাশ এলাকা থেকে হাইড্রলিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে প্রতিদিন বালু উত্তোলনের ঘটনায় নদী ভাঙ্গন সহ ভয়াভহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। দ্রুত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। এব্যাপারে দরখাস্তের তদন্তকারী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জানিয়েছেন দরখাস্ত পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়