Saturday, March 31

কানাইঘাট জুলাই জামেয়ার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মৌলভী ইব্রাহিম আলীর নামে জুলাই জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ভবনের ভিত্তি প্রস্থর উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে নতুন একাডেমিক ভবনের দাতা বিশিষ্ট সমাজসেবী সিলেটি ভাষা গবেষক কমিউনিটি নেতা এম.এ. জলিল চৌধুরীকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। সমাজ সেবী নুরুল আলম নূরের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক হাফিজ অলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আবুল ফজল, ফখর উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুন, নজরুল ইসলাম, হাজী আবু মাহমুদ, মাষ্টার জামিল আহমদ, হাজী নুর আহমদ নূরাই। স্বাগত বক্তব্য রাখেন,
জামেয়ার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরব্বী আব্দুল কাহির, ফয়জুর রহমান, হাফিজ আবুল হারিছ, ফয়েজ উদ্দিন, শিক্ষক মাওঃ জাকারিয়া, হাফিজ আবুল খয়ের, মহি উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন, বর্তমান সমাজে মাদ্রাসায় ইসলামের সঠিক চর্চা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে তাদের যোগ্যতা রেখে যাচ্ছেন। মাদ্রাসার ভবন দাতা এম.এ জলিল চৌধুরীকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন,তিনি শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এটা অত্যন্ত মহতি উদ্যোগ। শিক্ষার উন্নয়নে সমাজ হিতৈষী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়