নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা লগ্নে ভোরের প্রথম প্রহরে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ,
কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, কানাইঘাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনতা শহীদের প্রতি গভীর শ্রদ্বা জানিয়ে শহীদ মিনারে সমবেত হন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী-স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সবাই সমবেতভাবে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় তারা পুলিশ, আনসার বিডিপি বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট দলের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। অতিথিরা মনমোগ্ধকর কুচকাওয়াজ/ডিসপ্লে উপভোগ করেন। পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। সকাল ১১টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, বানীগ্রাম ইউ.পি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউ.পি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া,ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বাদ জোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার সময় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম সুধী একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়