Sunday, March 18

কানাইঘাটে সরকারি ভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বড় হাওরে অবস্থিত সরকারি শেওতচুড়া জলমহালের জবর দখলকৃত একাংশের জমি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে লুসিকান্ত হাজং ভূমি অফিসের সার্ভেয়ার নুরুল ইসলাম ও কানাইঘাট থানা পুলিশকে সাথে নিয়ে জলমহালের জবর দখলকৃত জায়গা উদ্ধার ও হাওর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জৈন্তাপুর উপজেলার জনৈক মোহাম্মদ আলী জলমহালের কিছু জায়গা অবৈধভাবে দখল করে সেখানে মাটির বাঁধ দিলে তা অপসারণ করে দখলমুক্ত করা হয়। হাওর এলাকায় সরকারের কয়েকশ একর জমি প্রভাবশালীরা দখল করে নিচ্ছেন। তাদের কাছ থেকে জমি উদ্ধার করা হবে কি না, এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান- কানাইঘাটের বড় হাওরে অবস্থিত সরকারি জমি ও জলমহালের ভূমি কেউ অবৈধভাবে দখল করে রাখলে তদন্তপূর্বক জবর দখলকারী ব্যক্তিদের কাছ থেকে সরকারের জায়গা উদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রসঙ্গত, শেওতচুড়া জলমহালের ইজারাদার কানাইঘাটের ফখর উদ্দিন সম্প্রতি জলমহালের জায়গা জবর দখলকারীদের কাছ থেকে উদ্ধার করার জন্য নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড লুসিকান্ত হাজং এ অভিযান পরিচালনা করেন। এছাড়া তিনি ঐ দিন উপজেলার বড়দেশ বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা কয়েকটি দোকানপাট উচ্ছেদ অভিযান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়