Tuesday, March 20

কানাইঘাটে চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪টি চোরাই গরু উদ্ধারসহ ৭পেশাদার গরু চোরকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেলে পুলিশ গরু চোরদের গ্রেপ্তার করতে অভিযানে নামে। গত সোমবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জ আব্দুল আহাদের তত্বাবধানে থানার এসআই সঞ্জিত কুমার সহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে অনুমান দেড় লক্ষ টাকা মূল্যের ৪টি চোরাই গরু উদ্ধারসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য উপজেলার পেশাদার গরু চোর দিঘীরপার ইউ.পির হিম্মতের মাটি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র আব্দুল গফুর (৪৫), মৌ-নগর গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আব্দুস শহিদ (৩১), মৃত জালাল উদ্দিনের পুত্র আফতাব উদ্দিন (৩০), মৃত শফিকুল হকের পুত্র মঈন উদ্দিন (৪৮), মাঝরগ্রামের মৃত ফয়জুল বারীর পুত্র আব্দুর রহমান (৩১), বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুস শহিদ (৩২), জৈন্তাপুর উপজেলার দেলোয়ার হোসেন (২৬) কে গ্রেপ্তার করে। জানা যায় গ্রেপ্তারকৃত গরু চোররা গত শনিবার গভীর রাতে উপজেলার সোনাতন পুঞ্জি গ্রামের আব্দুল হান্নানের ২টি বলদ গরু চুরি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। পুলিশি অভিযানে গরু চুরির সাথে জড়িত থাকার অপরাধে এ ৭ গরু চোরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং হান্নানের চুরি যাওয়া ২টি বলদ গরু এবং লক্ষীপ্রসাদ গ্রামের আমিনুল ইসলামের চুরি হয়ে যাওয়া ৪ টি গরুর মধ্যে ২টি গরু উদ্ধার করে। কয়েকজনের কাছ থেকে জানা যায়, গত রবিবার রাতে পৌরসভার ধনপুর গ্রামের আজির উদ্দিনের ৩টি সম্প্রতি সময়ে বড়চতুল গ্রামের সাবেক ইউ.পি সদস্য আলমাছ উদ্দিনের ৬টি আগফৌদ গ্রামের মাস্টার মিছবাহুল ইসলাম চৌধুরীর ২টি গরু, কালিনগর গ্রামের আব্দুর রবের ১টি সহ একাধিক গরু চুরির ঘটনা ঘটে। থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন ,উপজেলার চিহ্নিত গরু চোরদের তালিকা তৈরী করে গ্রেপ্তারে নেমেছে পুলিশ। ৭ গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারুক্তি মূলক জবানবন্দীর সূত্র ধরে গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। কোথায় গরু চুরির খবর পেলে পুলিশকে তথ্য দেওয়ার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

2 comments:

  1. গণদোলাই সর্বত্তোম শাস্তি। মামলা হয়ে হাজত থেকে জামিনে বেরিয়ে আসে আবার চুরিতে লিপ্ত হয়।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়