Tuesday, February 20

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

9_0.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
ময়মনসিংহের গৌরিপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার রামগোপালপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়ার তরিকুর রহমান (৩০) ও নেত্রকাণার কেন্দুয়ার হিরো মিয়া (৪০) ছাড়া হতাহতদের নাম জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়