Tuesday, February 20

স্মোকি চোখের খুঁটিনাটি

20160617120850.jpg.png


কানাইঘাট নিউজ ডেস্ক :
চোখ সৌন্দর্য প্রকাশের অন্যতম একটি প্রত্যঙ্গ। যুগে যুগে চোখ নিয়ে রচিত হয়েছে অসংখ্য কবিতা ও গান। রেড কার্পেট হোক কিংবা র‌্যাম্প সব জায়গাতেই মেকআপ আর্টিস্টরা নিজেদের প্রথম পছন্দ হিসাবে স্মোকি চোখকেই প্রাধান্য দেন৷ পার্টির মরশুমে আপনিও চোখের এই সাজ ট্রাই করতে পারেন৷ তাই  নিজেই নিজের চোখ সাজাতে জেনে নিন স্মোকি চোখের খুঁটিনাটি-

# চোখের নীচের ইনার রিমে ভালো করে পেনসিল লাইনার বা কাজল লাগিয়ে নিন৷ সবচেয়ে ভালো হয় ওয়াটারপ্রুফ কাজল বা লাইনার ব্যবহার করলে৷ এরপর চোখের ওপর ও নীচের ল্যাশ লাইনেও ভালো করে কাজল লাগিয়ে নিতে হবে৷ তবে খেয়াল রাখবেন চোখের ইনার কোনটিতে যেন কাজল হালকা হয়৷ বাইরের কোন দুটোই হাইলাইট হবে৷ আঙুল দিয়ে কাজল স্মাজ করে নিন৷ এবার চোখের লিডে ব্রোঞ্জ শ্যাডো লাগিয়ে নিন৷ দারুণ দেখতে লাগবে৷

# সবুজ আই পেনসিল দিয়ে ভালো করে চোখ এঁকে নিন৷ এবার ব্রাশ ব্যবহার করে আই পেনসিলের তুলনায় হালকা মেটালিক সবুজ আই শ্যাডো চোখের লিড ও ল্যাশ লাইনে ব্লেন্ড করে লাগান৷ শেষে সোনালি রঙের আই শ্যাডো দিয়ে চোখের লিডের মাঝখান, আই ব্রো বোন এবং চোখের প্রান্তের দিকটা হাইলাইট করুন৷ একদম পার্টির জন্য আদর্শ লুক এটি৷

# নেভি রঙের আই পেনসিল ও দুটো নীল শেডের আই শ্যাডো টিম আপ করতে হবে৷ চট পট পেনসিল দিয়ে ক্যাট আই এঁকে ফেলুন৷ অন্য সময়ের পাঠকরা সেই ট্রিক আগে থেকেই জানেন৷ ক্যাট আই আঁকা হয়ে গেলে তুলনায় ঘন নীল আই শ্যাডো দিয়ে ক্যাট চোখকে হাইলাইট করুন৷ এরপর হালকা নীল রং দিয়ে আবার হাইলাইট করুন৷ এতে দুর্দান্ত লুক মিলবে৷

# যাতে আই শ্যাডো ব্যবহার করার সময় সেটি স্মাজ করে মুখের মেকআপ নষ্ট না হয় তাই হাইড্রেটিং আই প্যাচ ব্যবহার করতে পারেন৷ এটি ব্যবহার করে শ্যাডো ব্রাশ করলে মেকআপের সময় স্মাজজনিত সমস্যা আর হবে না৷

# স্মোকি আইস অতিরিক্ত ঘন হয়ে গেলে সামান্য তুলোয় ক্লিন্সিং ওয়াটার নিয়ে তা চোখে ড্যাব করে নিন৷ খুব বেশি ক্লিন্সিং ওয়াটার নেবেন না৷ এতে মেকআপ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷ এবার আগের শেডের শ্যাডো হালকা করে লাগিয়ে নিন৷ মেকআপ হালকা করার জন্য তার ওপরে নিউট্রাল রঙা শ্যাডোও লাগানো যেতে পারে৷

# কোনো অনুষ্ঠানে চোখ স্মাজ করতে শুরু করলে খুবই খারাপ দেখতে লাগে৷ সেই স্মাজ আটকানোর জন্য মেকআপের কিছুক্ষন পরে চোখের প্রান্তে ট্রান্সলুসেন্ট পাউডার ব্রাশ করে নিন৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়