Friday, January 19

১৮ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট থানার প্রাচীর নির্মাণ কাজ শুরু


নিজস্ব প্রতিবেদক: ১৮ লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট থানার দক্ষিণ সীমানা প্রাচীরের ৬’শ ফিট পাকা বাউন্ডারী কাজের ভিত্তিপ্রস্থর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় থানার পাকা বাউন্ডারী কাজের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর মনিরুজ্জামান। থানার পাকা বাউন্ডারীর কাজের পাশাপাশি থানার বিশাল এলাকার সৌন্দর্য বর্ধন, মসজিদের সম্প্রসারন, থানা পুলিশের বাসস্থানের জন্য ব্যারাক নির্মাণের কাজ এগিয়ে চলছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ থানার সৌন্দর্য বর্ধনের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তার একান্ত প্রচেষ্টায় এবং সমাজ হৈতশী ব্যক্তিবর্গের সহযোগিতায় থানায় ব্যারাক নির্মাণ, থানার বাউন্ডারীর ভিতরের জলাশয়ে মাছ চাষের পর বুরো ধানের চাষ এবং নানা প্রজাতির ফলজ ও বণজ গাছের চারা রোপন করায় থানার সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। থানার দক্ষিণ অংশের সীমানা প্রাচীরের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে থানার নিরাপত্তা জোরদার ও বাউন্ডারী এলাকার সু-রক্ষা নিশ্চিত হয়েছে বলে থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, থানার সৌন্দর্য্য বৃদ্ধি পুলিশের সেবার গুণগত মান পরিবর্তন করতে পূর্বের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সক্রীয় ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে থানা এলাকার সৌন্দর্য্য আরো এগিয়ে নেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়