Friday, January 19

টালিউডের ইতিহাসে দেবের বিশাল রেকর্ড

15.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
টালিউডের ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে জায়গা দখল করে নিল দেবের 'আমাজন অভিযান'। এতদিন এ রেকর্ড ছিল দেবেরই আরেক চলচ্চিত্র 'চাঁদের পাহাড়' এর দখলে।

গত ২২ ডিসেম্বর ২০১৭ তে মুক্তি সিনেমাটি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪৮ কোটি ৬৩ লাখ রুপি ব্যবসা করেছে 'আমাজন অভিযান'। এখনও ভারতসহ বিশ্বের বেশ কিছু প্রেক্ষাগৃহে চলছে 'চাঁদের পাহাড়' এর এই সিকুয়াল চলচ্চিত্রটি।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই মুহূর্তে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান পেয়ে মারাত্মক খুশি 'আমাজন অভিযান'র কলাকুশলীরা।

'আমাজন অভিযান' প্রথমে মুক্তি পেয়েছিল মাত্র কয়েকটি প্রেক্ষাগৃহে। কিন্তু ইতিবাচক সারা পাওয়ায় পরবর্তীতে এ বছরের ৫ জানুয়ারি মোট ৬টি ভাষায় এই চলচ্চিত্র প্রদর্শন শুরু হয় ভারতজুড়ে। শুধু ভারত নয়, ১২ জানুয়ারি ভারতের বাইরেও মুক্তির পর বিশ্বজুড়েই দারুণ প্রশংসিত হয়েছে 'আমাজন অভিযান।'

সিনেমাটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। প্রযোজনায় ছিল এসভিএফ। 'চাঁদের পাহাড়' এর শঙ্কর চরিত্র নিয়ে নতুনভাবে ফিরে এসেছেন টালিউড সুপারস্টার দেব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়