Wednesday, January 17

কানাইঘাটে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: গত শনিবার রাতে বাজেখেল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলমের পুত্র পাথর ব্যবসায়ী তাহের আহমদ একটি দায়ূন ১০০ মোটর সাইকেল নিজ বাড়ী থেকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার বিকেল অনুমান ৩টার সময় চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি কানাইঘাট উত্তর বাজারের ব্যবসায়ী ধনপুর গ্রামের আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের পাশে দেখে মোটর সাইকেলটির মালিক তাহের আহমদ গাড়ীটি নিজের বলে দাবী করেন। এ সময় বাজারে আগত পথচারীরা সেখানে জটলা বাঁধলে ব্যবসায়ী আবুল হোসেন বাজারের ব্যবসায়ীদের জানান, তিনি নাম্বার বিহীন মোটর সাইকেলটি বীরদল গ্রামের জনৈক কাওছার আহমদের নিকট থেকে ৩৪,০০০/- টাকায় ক্রয় করেছেন। আর ১৪,০০০/- টাকা পরিশোধ করেছেন। মোটর সাইকেলটি ক্রয় করার সময় বীরদল গ্রামের যুবলীগ নেতা আব্দুল্লাহ ও শাহেদ আহমদের উপস্থিতিতে টাকার লেনদেন হয়। চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করার পর যুবলীগ নেতা আব্দুল্লাহ ও শায়েদ আহমদ উপস্থিত হয়ে সালিশদের জানান কাওছার মোটর সাইকেলটি আবুল হোসেনের কাছে বিক্রি করেছে, টাকা লেনদেনের সময় তারা উপস্থিত ছিলেন। একপর্যায়ে বিষয়টি জেনে কানাইঘাট থানা পুলিশ উদ্ধার হওয়া মোটর সাইকেলটি থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়