Monday, January 1

কানাইঘাট পাথর কোয়ারিতে অভিযান, ৩৬টি শ্যালো মেশিন ধ্বংস


নিজস্ব প্রতিবেদক: লোভাছড়া পাথর কোয়ারির নেহালপুর মৌজাস্থ লোভা নদীতে অভিযান চালিয়ে ৬টি শ্যালো মেশিন পুড়িয়ে এবং ৩০টি মেশিন ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসি কান্ত হাজং এ অভিযান পরিচালনা করেন। অবৈধ ভাবে ইজারা শর্ত অমান্য করে দুইটি এক্সলেভেটর দিয়ে নদীর পাড় কেটে শতাধিক শেলোমেশিন দ্বারা গভীর গর্ত করে পাথর উত্তোলন কালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অনেক অসাধু পাথর ব্যবসায়ী তাদের যন্ত্রপাতি সরিয়ে ফেলেন। অভিযানের সময় সহকারী কমিশনার ভূমির সাথে কানাইঘাট থানা পুলিশও উপস্থিত ছিলেন। পাথর কোয়ারিতে লীজ বর্হিভূত যেকোন ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান চলবে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়