Tuesday, January 16

কলম্বিয়ায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ১০

C9mklLHW0AATBeT_2.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
কলম্বিয়ায় নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার দেশটির কেন্দ্রীয় অঞ্চলে দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

কলম্বিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলেই মারা গেছেন নয়জন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। সেতু ধসে পড়ার ঘটনায় আরো দু’জন নিখোঁজ রয়েছেন।

মেটা এলাকার বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার পরিচালক জর্জ দিয়াজ জানান, সেতু ধসের ঘটনায় আহত এবং নিহত সকলেই নির্মাণ শ্রমিক ছিল। কারণ, সেটি নির্মাণীধনি ছিল।

তিনি আরো জানান, দুইশ ৮০ মিটার উপর থেকে নিচে পড়ে যান শ্রমিকরা। ওই সময় ২০ জন শ্রমিক সেতুর উপর কাজ করছিলেন।
সূত্র : বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়