কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সড়কের বাজার আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ১০০ জনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় সড়কের বাজার আঞ্চলিক শাখার সভাপতি শিপুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহিউদ্দিনের পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজ উদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সড়কের বাজার আঞ্চলিক শাখার পৃষ্ঠপোষক ব্যবসায়ী মস্তাক আহমদ চৌধুরী, উপজেলা শাখার সদস্য সাবেক ছাত্রনেতা ইকবাল হুসেন, সমাজসেবী মঈনুল হক, ছাত্রনেতা আব্দুল আলিম, মাওঃ বুরহান উদ্দিন চৌধুরী প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়