Friday, December 29

কানাইঘাটে বিএনপির কর্মী সমাবেশে মামুনুর রশিদ মামুন


নিজস্ব প্রতিবেদক: মামলা হামলার ভয় দেখিয়ে বিএনপিকে ধমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু)। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আগামী সংসদ নির্বাচনে ফাঁকা মাঠে কাউকে গোল করতে দেওয়া হবেনা। সরকার যতই ষড়যন্ত্র করুক নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে সরাতে পারবেনা। বিএনপির চেয়ারপার্সন তিন বারের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার মামলা নিয়ে নাটক করা হচ্ছে। এর পরিণতি শুভ হবে না এসবের জবাব একদিন দিতে হবে। তিনি নেতাকর্মীকে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণের আহবান জানান। কানাইঘাট পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শমসের আলম, মখলিছুর রহমান, ডঃ ইয়াকুব আলী, আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জালাল আহমদ, রাজাগঞ্জ ইউপি বিএনপির সভাপতি আব্দুল মতিন শিকদার, বড়চতুল বিএপির সভাপতি আব্দুন নুর, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সভাপতি কামাল আহমদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, আব্দুল হেকিম, আজিজুল হক, মামুন রশিদ, ৩নং ইউপি বিএনপির সাধারণ সম্পাদক কতুব উদ্দিন, কয়ছর আহমদ, বাণীগ্রাম ইউপির সভাপতি নুর আহমদ, ৮ নং ইউপির সভাপতি মকবুল হোসেন, ৪নং ইউপির সাধারণ সম্পাদক আবু সিদ্দেক, পৌর কাউন্সিলর আবিদুর রহমান, বদরুল আলম, মোহাম্মদ আলী সহ প্রায় উপজেলার প্রতিটি ইউপির সভাপতি , সাধারণ সম্পাদক. সাংগঠনিক সম্পাদক ছাড়াও দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মী সভায় উপস্থিত ছিলেন। কর্মী সভার পুবেই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী ও যুবদলের সাবেক আহবায়ক শালমান রশিদের আকাল মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় নিহতদের আত্মর মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়