নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলার ঢাকা রমনা-শাহবাগ থানা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী বলেছেন, সরকার দেশের তরুণ ও যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, কারিগরি শিক্ষা অর্জন করলেই আপনার চাকুরী নিশ্চিত এবং
বহির্বিশ্বে কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কানাইঘাট উপজেলা সদরে কারিগরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা হওয়ায় তিনি পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ফয়জুল মুনির চৌধুরী বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০১৭ সনের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে এবং কানাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডাইরেক্টার আব্দুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম সম্পাদক কমিউনিটি নেতা রশিদ আহমদ, এডভোকেট আব্দুল খালিক, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, স্কুলের পরিচালক প্রভাষক মঈনুল হক চৌধুরী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন। মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ডাইরেক্টর বশির আহমদ,কলামিস্ট মিলন কান্তি দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট নিউজের সম্পাদক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডাইরেক্টর মাহবুবুর রশিদ , সাংবাদিক শাহীন আহমদ,আমিনুল ইসলাম,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডাইরেক্টর মাও:অালিম উদ্দিন,আশিক উদ্দিন,মামুন রশীদ,আব্দুল্লাহ, ছাত্রনেতা নোমান আহমদ রোমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৬০জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়