Sunday, December 3

কানাইঘাটে প্রবাসী লেখক আব্দুল কাহিরের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: মহান বিজয়ের মাস ডিসেম্বরে কানাইঘাটের শেকড় সন্ধানী প্রবাসী লেখক আব্দুল কাহিরের মহান মুক্তিযুদ্ধ ও সমকালীন প্রেক্ষাপট নিয়ে লেখা কাব্যগ্রন্থ স্বাধীনতার প্রাণ ও শতাঞ্জলী’র প্রকাশনা অনুষ্ঠান রবিবার বিকেল ৩টায় কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কানাইঘাট লেখক ফোরামের আয়োজনে স্কুলের প্রধান শিক্ষক সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মামুন আহমদের সভাপতিত্বে ও তরুণ উদীয়মান লেখক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় উৎসব মুখর এ প্রাণবন্ত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বিশিষ্টি শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক সাবেক ছাত্র নেতা জামাল উদ্দিন, প্রধান আলোচক ছিলেন কানাইঘাট কলেজের উপাধক্ষ্য লোকমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ জালাল আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন শামীম, চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সলিল চন্দ্র দাস, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সাবেক ছাত্র নেতা যুব সংগঠক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক নিজাম উদ্দিন, কলামিষ্ট মিলন কান্তি দাস। স্বাগত বক্তব্য রাখেন, স্বাধীনতার প্রাণ ও শতাঞ্জলী কাব্যগ্রন্থের লেখক আব্দুল কাহির, কানাইঘাট লেখক ফোরামের সভাপতি কানাইঘাট নিউজের সম্পাদক রম্য লেখক সাংবাদিক মাহবুবুর রশিদ, পৌর তৃণমূল ছাত্রলীগের সভাপতি ইয়াহিয়া ডালিম প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস, আমাদের অর্থনীতি ও শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন,দৈনিক সবুজজ সিলেটের কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক সিলেটের ডাকের কানাইঘাট প্রতিনিধি আলাই,কানাইঘাট লেখক ফোরামের সদস্য সুহেল আহমদ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে শেকড় সন্ধানী প্রবাসী লেখক কানাইঘাটের কৃতি সন্তান কবি আব্দুল কাহিরের মৌলিক কাব্যগ্রন্থ দু’টির ভূয়সী প্রশংসা করে বলেন, এ দু’টি কাব্যগ্রন্থে যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ স্বদেশ প্রেম ও আবহমান বাংলার চিরসবুজ রূপ বৈচিত্র প্রস্ফুটিত হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। কবির এ দু’টি প্রকাশের মাধ্যমে কানাইঘাটের সাহিত্য অঙ্গনকে আরো সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে যাবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। জোড়া কাব্যের লেখক বলেন প্রবাস জীবনে থাকাকালীন সময়ে কাজের ফাকে ফাকে তিনি কবিতা লেখে পান্ডুলিপি তৈরী করে রাখেন এবং দেশে এসে দেশ মা ও মাটির টানে লেখা লেখি অব্যাহত রেখেছেন। বাজারে শীঘ্রই তাঁর আরোও ৪টি স্বরচিত বই প্রকাশ করা হবে বলে জানান। প্রকাশনা অনুষ্ঠান শেষে কানাইঘাট লেখক ফোরামের পক্ষ থেকে  প্রবাসী লেখক আব্দুল কাহিরকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়