Sunday, November 5

একজন শিক্ষিত নারী পারেন সমাজের অন্ধকার দূর করতে : এমপি সেলিম


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, একজন শিক্ষিত নারী পারেন সমাজের অন্ধকার দূর করতে। পুরুষতান্ত্রিক বিশ্বে অধিকারের জন্য নিরন্তর লড়াই করে চলছে নারীরা। প্রতিকূলতার বিরুদ্ধে কীভাবে এই লড়াই করতে হয়, নারীর ক্ষমতায়ন করতে হয়, অধিকার নিশ্চিত করতে হয়- তা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে দেশের নারী সমাজ। শনিবার (০৪ নভেম্বর) বিকাল ৪ টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ীস্থ মেরিট গার্ডেন (গার্লস স্কুল এন্ড কলেজে) এর নতুন ক্যাম্পাস উদ্বোধন ও কুইজ প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, রাজনীতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, আইন-শৃংখলা বাহিনী, সশস্ত্র বাহিনী, শিক্ষকতা, চিকিৎসা, খেলাধুলা, দেশের জনপ্রশাসনসহ সমাজের সর্বস্তরে নারীর ক্ষমতায়নে ঈর্ষণীয় অবস্থানে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারীরা। সেই সঙ্গে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এসব উদ্যোগ মেয়েদের শিক্ষার হার বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সমাজসেবী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক ইকবাল হোসাইন ও হাবীবুল মুরসালিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অবসর প্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফুল হক, জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদ লস্কর বশির, দক্ষিণ বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আব্বাস উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, তালবাড়ী জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক,মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাসে এলাহি, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। বক্তব্য রাখেন স্কুলের পরিচালক কবির আহমদ, বুরহান উদ্দিন এমদাদুর রহমান ইমদাদ শিক্ষার্থী জেনি আক্তার তান্নি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মেরিট গার্ডেন (গার্লস স্কুল এন্ড কলেজে) এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাইফুল ইসলাম। এর আগে সেলিম উদ্দিন এমপি ৪৬ তম জাতীয় সমবায় দিবসের কানাইঘাটের অনুষ্ঠানে যোগদান এবং উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের চলমান কাজের পরির্দশন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়