Tuesday, November 7

কানাইঘাটের দরিদ্র সফতেরা খাতুনের ভিটেবাড়ী উদ্ধার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দিঘীরপাড় ইউপির কাপ্তানপুর গ্রামের মৃত হরই মিয়ার মেয়ে বিধবা সফতেরা খাতুনের পৈত্রিক ভিট বাড়ী জোরপূর্বক ভাবে একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামী নাজিম উদ্দিন কর্তৃক দখলের ঘটনায় এলাকা জুড়ে জনমনে নিন্দার ঝড় বইছে। এ ঘটনার প্রতিবাদ করায় এলাকার নিরীহ লোকজনদের বিরুদ্ধে নাজিম উদ্দিনের স্ত্রী পারভীন বেগম কর্তৃক মামলা দায়েরের প্রতিবাদে ফুসে উঠেছেন এলাকাবাসী। সোমবার বিকেল ২টায় থানা ত্রিমোহনী পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত স্থানীয় লোকজন তাদের বক্তব্যে বলেন, এলাকার চিহ্নিত অপরাধী ডাকাতি, হত্যা সহ একাধিক মামলার আসামী বিভিন্ন সময়ের থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতবাস খাটা নাজিম উদ্দিন গ্রামের নিরীহ অসহায় বিধবা সফতেরা খাতুনের পৈত্রিক ভিট বাড়ীর জায়গা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভাবে দখল করে সেখানে ঘর তৈরি করে নাজিম উদ্দিন তার পরিবারকে নিয়ে বসবাস করে আসছে। অসহায় সফতেরা খাতুন ভিটবাড়ী হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। নাজিম উদ্দিনের কবল থেকে তার বিট বাড়ী উদ্ধার করার জন্য এলাকার সচেতন মহল সামাজিক সালিশের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করায় এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মামলার আসামী নাজিম উদ্দিন তার সহযোগী জসিম উদ্দিন মেম্বারের সহযোগিতায় সফতেরা খাতুনের ভিটবাড়ী জবর দখল রাখতে কাপ্তানপুর গ্রামের ওমান প্রবাসী নিরীহ কাহির উদ্দিন, কলেজ শিক্ষার্থী কালাম উদ্দিন সহ প্রতিবাদকারী ৭ জনের বিরুদ্ধে নাজিম উদ্দিন স্ত্রী পারভীন বেগমকে বাদী করে আদালতে মিথ্যা সাজানো ডাকাতির দরখাস্ত মামলা দায়েরের মাধ্যমে হয়রানী অপচেস্টায় লিপ্ত রয়েছে। অবিলম্বে উক্ত মিথ্যা মামলার তদন্ত পূর্বক প্রত্যাহার এবং বিভিন্ন মামলার আসামী নাজিম উদ্দিন ও তার সহযোগী জসীম উদ্দিন মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সফতেরা খাতুনের ভিটবাড়ী উদ্ধার করার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। এর আগে নাজিম উদ্দিনের স্ত্রীর দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত) মোঃ নুরুল হকের সাথে এলাকাবাসী সাক্ষাত করে মামলাটি মিথ্যা ও সাজানো বলে আখ্যায়িত করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আলাউর রহমান, সাবেক ইউপি সদস্য এবাদুর রহমান, ইউপি সদস্য কয়ছর আহমদ, প্রবাসী ছিদ্দেক আলী, বিলাল আহমদ, নুর উদ্দিন, ইমাম উদ্দিন, কুটুল হাজী, আব্দুল মনাফ, সেলিম আহমদ, গিয়াস উদ্দিন, অহিদুর রহমান, খয়রুল ইসলাম, দেলোয়ার, ইজাদ আলী, মুতলিব, ওমর আলী, আব্দুল কাদির, নজমুল, মাসুক উদ্দিন, নাজিম, আব্দুল হান্নান, আতিকুর রহমান, মিসবাহ, আব্দুর রহমান, হাবিব আহমদ, আবুল কালাম, বিলাল আহমদ, টিপু প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়