Saturday, November 18

কানাইঘাট খেলোয়াড় কল্যাণ পরিষদের আত্নপ্রকাশ


নিজস্ব প্রতিবেদক:
পিছিয়ে পড়া কানাইঘাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরি,  খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কৃতি ও উদীয়মান ফুটবলারদের নিয়ে খেলোয়াড় কল্যাণ পরিষদ নামে এই প্রথম কানাইঘাটে নতুন একটি ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল ৩টায় ডাক বাংলোয় উপজেলার সর্বস্তরের ফুটবলারদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মাহফুজ আহমদের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক্রীড়া সংস্থার সদস্য ও কানাইঘাট আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন, প্রেসক্লাবের ক্রীড়া, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, ক্রীড়া সংগঠক মুমিন রশিদ, প্রেসক্লাবের সদস্য শাহিন আহমদ, সুজন চন্দ অনুপ। সভায় বক্তব্য রাখেন, ঢাকা ১ম বিভাগ ফুটবল লীগের কৃতি খেলোয়াড় কানাইঘাট স্মল ফুটবল একাডেমির সভাপতি ইসমাইল আলী, কৃতি ফুটবলার প্রশিক্ষক হাবিব উল্লাহ সহ উদীয়মান খেলোয়াড়রা।
সভায় বক্তব্য রাখেন ফুটবলার সুহেল আহমদ, হালিম আহমদ, আলকাছ উদ্দিন, দুলাল আহমদ, আদনান আহমদ জিবান, ফাহিম আহমদ, মাসুম আহমদ প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে মো: হাবিব উল্লাহকে সভাপতি, ইসমাইল আলীকে সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন বাবর’কে সাংগঠনিক সম্পাদক করে কানাইঘাট উপজেলা খেলোয়াড়
কল্যাণ পরিষদের ৫১ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ,সহ-সভাপতি শামীম আহমদ,আলকাছ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম, রাসেল আহমদ, সহ যুগ্ম সম্পাদক জমির উদ্দিন মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ,রেজওয়ানুল করিম, নাঈম আহমদ, অর্থ সম্পাদক সালেহ আহমদ, সহ অর্থ সম্পাদক জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক শহিদ আহমদ, সহ প্রচার সম্পাদক বাবুল আহমদ, কাজিম আহমদ, দপ্তর সম্পাদক আশিক আহমদ, সহ দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, ক্রীড়া সম্পাদক আদনান আহমদ জিবান, সহ ক্রীড়া সম্পাদক আশরাফ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক ইফতেখার আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক দুলাল আহমদ, ইমরান আহমদ রাসেল, সমবায় বিষয়ক সম্পাদক মামুন আহমদ, সহ সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার এইচ পাভেল, ধর্ম বিষয়ক সম্পাদক জামিল আহমদ, সহ ধর্ম বিষয়ক সেলিম আহমদ, তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক শরিফ আহমদ, সহ তথ্য বিষয়ক সম্পাদক উমর আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আলিম উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক দেলোয়ার আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক হালিম আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক বাসার আহমদ, সদস্য ফজলুর রশিদ, সুহেল আহমদ, হোসন আহমদ, আখতার হোসেন, শরফ আহমদ, ফয়সল আহমদ, দিপন দাশ, মারুফ আহমদ, , শাওন আহমদ, আশরাফুল ইসলাম, আব্দুর রহমান,রশীদ প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক