Thursday, November 2

কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলমের অন্যত্র বদলী উপলক্ষ্যে উপজেলার শিক্ষক নেতৃবৃন্দের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রাথমিক শিক্ষা অফিসের বিধায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত বিদায়ী অতিথি মোঃ শামসুল আলম, সহকারী শিক্ষা অফিসার শাহীন মাহবুব, গোপাল চন্দ্র সূত্রধর, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আনোয়ার হোসেন, ফরিদ আহমদ, আজিজুল হক, হাবিব আহমদ, আব্দুল কাদির, আহমদ হোসেন চৌধুরী, আব্দুর রব, সহকারী শিক্ষক রশিদ আহমদ, এনাম উদ্দিন, আব্দুর রহিম, আবুল হাসনাত, অফিস সহকারী রুবেল আহমদ প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম কানাইঘাটে দায়িত্ব পালনের সময় প্রাথমিক শিক্ষার উন্নয়নে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা শিক্ষক সমাজ সব সময় মনে রাখবে। সেই সাথে শিক্ষকদের কল্যাণে তিনি অত্যন্ত সততার মাধ্যমে দায়িত্ব পালন করায় শিক্ষক নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়