Sunday, November 19

কানাইঘাটে সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮৬ শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় কানাইঘাটে উৎসব মুখর পরিবেশে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার মোট ১৭টি পরীক্ষা কেন্দ্রে ৬৭৩৭ জন ক্ষুধে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। পিএসসি পরীক্ষায় ৬৪৬৯ জনের মধ্যে ৬১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে মেয়ে ৩৪৫৮ ও ছেলে ২৬৭৯ জন ও অনুপস্থিতের সংখ্যা ৩৩২জন। ইবতেদায়ী পরীক্ষায় ৬৫৪ জনের মধ্যে ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে মেয়ে ৩৭৩ ও ছেলে ২৮১ জন, অনুপস্থিত ৫৪ জন বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এদিকে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা উপর ঝিঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়