Friday, October 20

জাতীয় ইমাম সমিতি কানাইঘাট শাখার কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ডাক বাংলোয় সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কানাইঘাট সড়কের বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি ইবাদুর রহমানকে সভাপতি ও পৌরসভার নয়াতালুক জামে মসজিদের ইমাম, খতিব মাওঃ হাফিজ নজির আহমদকে সাধারণ সম্পাদক ও সুরইঘাট বাজার মসজিদের ইমাম ও খতিব মাওঃ কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় ইমাম সমিতি কানাইঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ মাদরাসার ইমামদের নিয়ে এক সভা গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহদ্দিস মাওঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও মাওঃ নজির আহমদের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইমাম সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট মহনগর ইমাম সমিতির সহ সভাপতি মাওঃ নুর আহমদ কাসিমী, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষক মাওঃ হারুনুর রশিদ চতুলী। উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ প্রমুখ। কাউন্সিলে জাতীয় ইমাম সমিতির কার্য্যক্রম জোরদার এবং কানাইঘাটের সকল মসজিদের ইমাম ও খতিবদের উক্ত সংগঠনে একীভূত করে জাতীয় ইমাম সমিতির সকল সুযোগ সুবিধা গ্রহণে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক