Thursday, October 19

কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপিতে এসডিএফ’র অর্থায়নে গ্রাম সমিতি ব্যাংক ভবন নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহায়তায় কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপির ৮নং ওয়ার্ডের মৌনগর গ্রামের সমিতির ব্যাংক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকাল ১১টায় সমতির ব্যাংক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল। এ সময় উপস্থিত ছিলেন, এসডিএফ’র ইউনিয়ন কর্মকর্তা মনির হোসেন, ৮নং ইউপি সদস্য জসিম উদ্দিন, মহিলা ইউপি সদস্যা মাসুদা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আশিক উদ্দিন প্রমুখ। এছাড়াও এসডিএফ’র নিয়ন্ত্রনাধীন বিভিন্ন গ্রাম সমিতির সদস্যদের উপস্থিতিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধনী কালে ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে গ্রাম গঞ্জের অবহেলিত মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বি করার জন্য বিশ^ ব্যাংকের অর্থায়নে এসডিএফ দারিদ্র বিমোচনে তার ইউনিয়নে কাজ করে যাচ্ছে। তিনি দিঘীরপাড় পূর্ব ইউপিকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে দলমত নির্বিশেষে সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়