Tuesday, October 24

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র বার্ষিক সাধারণ সভা ও আজীবন সম্মাননা পদক প্রদান


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যস্থ কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ২০১৭ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । সোমবার, ২৩ অক্টোবর পূর্ব লন্ডনের দ্যা হলিডে ইন হোটেলের হলরুমে শতাধিক কানাইঘাটবাসীর উপস্থিতিতে বার্ষিক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় কানাইঘাটের উন্নয়ন, অগ্রগতি ও সংগঠনের আগামী দিনের কার্যক্রম নিয়েও ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠানে কানাইঘাটের দুই কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এমএ রকিবকে মরণোত্তার পদক এবং কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানকে আজীবন সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী। সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসাইন সংগঠনের বার্ষিক কার্যক্রমের বিবরণ দেন। মো: রিয়াজ উদ্দীন ও সারওয়ার কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ফারুক আহমদ, একেএম শামসুজ্জামান বাহার, শামীম আহমদ শামুল, মিসেস সমিরুন চৌধুরী, যুগ্ম সম্পাদক রশিদ আহমদ, সালাউদ্দিন খসরু, শামসুজ্জোহা চৌধুরী সোহেল, প্রফেসার কামাল উদ্দীন, নাজমুল ইসলাম । সংগঠনের বার্ষিক রিপোর্ট রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুর রহমান বুলবুল।কানাইঘাটের সার্বিক উন্নয়নের লক্ষে যুক্তরাজ্যে বসবাসরত সর্বস্তরের কানাইঘাটবাসীকে
ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, সোহেল রাজা, জিয়াউর রহমান, নুরুল হুদা, নুরুল আলম, ফাহিম আহমেদ, শুয়েবুর রহমান, রোকনুল কবির, ইকবাল উদ্দীন আহমদ চৌধুরী, আফতাব চৌধুরী কাওসার, হাসান আহমদ, আলমগীর কবির, মোস্তাক আহমদ, তাজুল ইসলাম, সালাউদ্দিন আহমদ, মোক্তার আহমদ,হেলাল উদ্দীন, একলিমুর রাজা চৌধুরী মান্না । কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সভায় বক্তব্য রাখেন গাছবাড়ী ডেভোলাপমেন্ট এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ সোলেমান। অনুষ্ঠানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ফান্ড রাইজিং পলিসি নিয়ে আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ। সংগঠনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, আইটি বিষয়ক সম্পাদক কাওসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, আবুল ফয়েজ, তোফায়েল আহমদ, সুহেল আহমদ, সমাজসেবা সম্পাদক আফজাল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ইফতেখার উদ্দীন আহমদ চৌধুরী, ইলিয়াস আলী, মকদ্দস আলী, নজরুল ইসলাম, রাশেদ আহমদ, ফয়সল আহমদ, মারুফ আহমদ,জামিল হোসাইন, আশরাফুল আম্বিয়া প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়