Monday, October 16

কানাইঘাট উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন ও হলরুমের নির্মাণ কাজ শুরু


নিজস্ব প্রতিবেদক: ৫ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত নতুন দ্বিতল প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের নিচ অংশের সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। সোমবার সকাল ১১টার সময় এলজিইডি কর্তৃক নির্মাণাধীন প্রশাসনিক ভবন ও হলরুমের সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আ’লীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী ঋতু রঞ্জন বিশ্বাস, উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপু, সাংবাদিক শাহীন আহমদ, সাতবাঁক ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুন, সদর ইউপি সদস্য ফজলুল ইসলাম। কাজের উদ্বোধনী শেষে মোনাজাত পরিচালনা করেন, কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মোঃ সাদিকুর রহমান। বেইস ও ভবনের নীচ অংশের সিসি ঢালাই উদ্বোধন কালে নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণের মধ্য দিয়ে বিভিন্ন সরকারী দফতরে প্রশাসনিক কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। নির্মাণকাজে যাতে করে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করা না হয় এ জন্য কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানকে সঠিক ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রসজ্ঞত সম্প্রতি উক্ত প্রশাসনিক দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর করেছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়