Wednesday, October 18

কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলা ডাক ঘরের সামনে থেকে ১৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ এক অটোরিক্সা সিএনজি চালককে গ্রেফতার করেছে। থানার এসআই বশির আহমদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজি গাড়ী যোগে মাদকদ্রব্যের একটি চালান কানাইঘাট উপজেলা সদরে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ডাক ঘরের সামনে রাস্তায় সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে অটোরিক্সা চালক মাদক ব্যবসায়ী ভাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র হুসেন আহমদকে ১৯ বোতল অফিসার্স চয়েস মদ সহ অটোরিক্সা গাড়ীটি আটক করলেও গাড়ীতে থাকা দু’জন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, উক্ত আটককৃত ভারতীয় অফিসার্স চয়েস মাদকের মালিক কানাইঘাটের সীমান্তবর্তী এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী সোনাতনপুঞ্জি গ্রামে হেলাল আহমদ (২৭)। হেলাল আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে গ্রেফতারকৃত হুসেন আহমদকে দিয়ে তার গাড়ী যোগে মাদক পাচার করত। পুলিশের অভিযানের সময় গাড়ী থেকে সে তার এক সহযোগী সহ পালিয়ে যেতে সক্ষম হয়। পূর্বে হোসেন আহমদ পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হয়েছিল। এব্যাপারে এসআই বশির আহমদ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়