Friday, October 13

কানাইঘাট থানা পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি


নিজস্ব প্রতিবেদক: পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান কানাইঘাট থানা পরিদর্শন করেছেন। শুক্রবার থানা পরিদর্শন করে ডিআইজি কামরুল আহসান থানার নতুন নির্মানাধীন পুলিশ ব্যারাক থানার সৌন্দর্য বর্ধন এলাকা পরিদর্শনের পাশাপাশি সার্বিক আইন শৃংখলা বিষয়ক তদারকি ও থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ, অসি (তদন্ত) মোঃ নুনু মিয়াকে উপজেলার আইন শৃংখলার উন্নয়ন ও পুলিশের সেবার পরিধি আরও বাড়ানো কোন ধরনের হয়রানী ছাড়া থানায় এসে ভুক্তভোগীরা দ্রুত আইনী সেবা পান সেটা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। ডিআইজি কামরুল ইসলাম থানা পরিদর্শন কালে পুলিশের একটি চৌকস দল থাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা ডিআইজি কামরুল আহসানের সাথে মতবিনিময় মিলিত হলে তিনি সাংবাদিকদের আইন শৃংখলার সার্বিক উন্নয়নে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা সব সময় রাষ্ট্রের জন্য কাজ করে থাকেন। পুলিশ ও রাষ্ট্রের সেবক হয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য কাজ করে থাকে। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আমাদের অর্থনীতি ও শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, দৈনিক জালালাবাদ ও ভোরের পাতার কানাইঘাট প্রতিনিধি শাহীন আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলা উদ্দিন আলাই, দৈনিক সন্ধ্যাবাণী ও সুরমা মেইল এর কানাইঘাট প্রতিনিধি মুমিন রশিদ। থানা পরিদর্শনের আগে ডিআইজি কামরুল আহসান প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূূমি কানাইঘাটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত কানাইঘাট লোভাছড়া চা বাগান, লোভাছড়া পাথর কোয়ারী এলাকা স্বপরিবারে ভ্রমণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার, কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ। লোভাছড়া চা বাগান, লোভাছড়া পাথর কোয়ারী এলাকা ভ্রমণ করে ডিআইজি কারুল আহসান প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তিনি এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য সংলিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার পাশাপাশি এলাকার প্রকৃতিকে রক্ষা করার জন্য থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়