Friday, September 15

রোগীর হাতে চিকিৎসক খুন!

রোগীর হাতে চিকিৎসক খুন!
কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানসাসে রোগীর হাতে খুন হয়েছেন অচ্যুত রেড্ডি (৫৭) নামে এক নামকরা ভারতীয় চিকিৎসক।

গতকাল বুধবার রাতে ইস্ট উইচিটার ক্লিনিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত উমর রশিদ দত্ত নামে ওই রোগীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

কানসাসে হোলি সাইকিয়াট্রিক সার্ভিসেস নামে একটি ক্লিনিক চালানোর পাশাপাশি যোগেরও প্রশিক্ষণ দিতেন রেড্ডি। তার স্ত্রীও এক জন চিকিৎসক।

পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকিৎসক রেড্ডির সঙ্গে কথা কাটাকাটির পরই আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন উমর। ঘটনার সূত্রপাত হয় ক্লিনিক থেকে এবং তা শেষ হয় কাছের একটি লেনে গিয়ে।

চিকিৎসক রেড্ডি হামলা থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে হামলাকারী তার পিছু ধাওয়া করে গিয়ে ফের তাকে ছুরি মেরে হত্যা করে। পরে পুলিশ গিয়ে রেড্ডিকে গুরুতর জখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কী কারণে রেড্ডি খুন হলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়