Thursday, September 21

শাবিতে 'সাস্টিয়ান ফোরাম কানাইঘাট'র নয়া কমিটি গঠিত


কানাইঘাট নিউজ ডেস্ক: শাবিপ্রবিতে অধ্যয়নরত কানাইঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ফোরাম, কানাইঘাট’ এর নতুন কার্যকরি পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে ইউনিভার্সিটি সেন্টারে আয়োজিত এক সভায় ২০১৭-১৮ সালের জন্য সংগঠনের এই ২য় কার্যকরি পরিষদ গঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আযহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী। সভায় নতুন কার্য বছরের জন্য ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আযহারকে সভাপতি ও লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: হাবীবা জাসমিন (পি.এস.এস.), আফরোজা জেবিন (জি.ই.ই.), ফাহিমা সুলতানা (অর্থনীতি), আবুল হাসনাত (বাংলা), ফখরুল ইসলাম রাহেল (অর্থনীতি), কবির উদ্দিন (বাংলা) ও আবুল কালাম আজাদ (সমাজবিজ্ঞান); যুগ্ন-সাধারণ সম্পাদক: ইফতেখার আহমদ মুরাদ (সমাজকর্ম), আমিনা বেগম (সমাজকর্ম), ইলিয়াছ আহমদ (নৃবিজ্ঞান), যাহরা আহমেদ (ইংরেজি) ও মো. জাহাঙ্গীর আলম (এফ.ই.এস.); সহ-সাধারণ সম্পাদক: রেদওয়ান হোসাইন (বাংলা), মো. আবু নোমান (ইংরেজি), সুমাইয়া ফয়েজ নিশু (ইংরেজি), আমান উদ্দিন মাহবুব (ব্যবসায় প্রশাসন), মহি উদ্দিন জাবের (নৃবিজ্ঞান), মুহাম্মাদ জয়নুল ইসলাম (আই.পি.ই.), রুমানা আক্তার পিংকী (লোক প্রশাসন), জুবের (নৃবিজ্ঞান), জুলফা বেগম (বাংলা); সাংগঠনিক সম্পাদক: ইবাদুর রহমান নাইফ (লোক প্রশাসন), সায়েম ফরিদ (ব্যবসায় প্রশাসন), মিছবা-উল হক চৌধুরী (ইংরেজি), জহিরুল আলম (লোক প্রশাসন); র্অথ সম্পাদক: ফয়ছল আহমদ লিপু (সমাজবিজ্ঞান); উপ-র্অথ সম্পাদক: আল-আমিন আহমেদ চৌধুরী (ব্যবসায় প্রশাসন); প্রচার সম্পাদক: মোসাদ্দেক হোসেন (সমাজকর্ম); উপ-প্রচার সম্পাদক: আফজালুল ইসলাম তানভীর (নৃবিজ্ঞান); দপ্তর সম্পাদক: তারেকুল ইসলাম (আই.পি.ই.); উপ-দপ্তর সম্পাদক: রুহেল আহমদ (বাংলা); গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: জাহিদ আহমদ (ইংরেজি); উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: ইফতেখার আহমদ নাইম (অর্থনীতি); পাঠাগার সম্পাদক: মুশফিকুর রহমান (বাংলা); উপ-পাঠাগার সম্পাদক: আহসান হাবিব সানি (পরিসংখ্যান); সাহিত্য সম্পাদক: আবুল বাশার (বি.এম.বি.); উপ-সাহিত্য সম্পাদক: মাহফুজুর রহমান (নৃবিজ্ঞান); সাংস্কৃতিক সম্পাদক: সুলতান আল মাবরুর (পি.এস.এস); উপ-সাংস্কৃতিক সম্পাদক: মোস্তফা তানভীর কুহেল (আই.পি.ই.); শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: আকরাম হোসাইন (রসায়ন); উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: শহীদুর রহমান (লোক প্রশাসন); তথ্য ও গবেষণা সম্পাদক: জহির উদ্দিন শিপন (পি.এস.এস.); উপ-তথ্য ও গবেষণা সম্পাদক: তামিমা ফেরদৌস মীম (সমাজকর্ম); তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সঞ্জয় দাস (পদার্থবিজ্ঞান); উপ-তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার (পরিসংখ্যান); স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: মাসুমা তাহসিন শাপলা (সমাজবিজ্ঞান); উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: ফাতেমা নূরজাহান জুঁই (ইংরেজি); সমাজসেবা সম্পাদক: জুবায়রা জুই (সমাজবিজ্ঞান); উপ-সমাজসেবা সম্পাদক: তাসনুম সুলতানা ডেইজি (ইংরেজি); মিডিয়া বিষয়ক সম্পাদক: মোস্তফা সারওয়ার শুভ (সি.ই.পি.); উপ-মিডিয়া বিষয়ক সম্পাদক: তাসনুভা আলতাফ করবী (ইংরেজি); কার্যকরী সদস্য: ফারিহা চৌধুরী মীম (এফ.ই.টি.); তাহের (পদার্থবিজ্ঞান); মানাল (সি.এস.ই.); ফাতেমা আনবার ঔশি (এফ.ই.এস.)। এছাড়াও উপস্থিত সদস্যদের মতাতের ভিত্তিতে সংগঠনের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন (অর্থনীতি) ও সাবেক সাধারণ সম্পাদ এহসান-ই-এলাহী (লোক প্রশাসন)-কে সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক