Wednesday, September 6

কানাইঘাট রাতাছড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত


ডাক ডেক্স: কানাইঘাট উপজেলা প্রসাশন ও সমাজ হৈতেষী ব্যক্তিবর্গের অনুদানে পরিচালিত কানাইঘাট লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির সিমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকায় অবাস্থিত রাতাছড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক লোকজন ছাত্র শিক্ষক অবিভাবক এবং এলাকার আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষদের উপস্থিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেল পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন। বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য সমাজসেবী সামছুদ্দিন, সাতবাঁক ইউপির সদস্য আব্দুন নুর, সাব্বির আহমদ, স্কুল ম্যানেজিং কমিটির আব্দুল মুতাল্লিব, বিএনপি নেতা নাজিম উদ্দিন, হাজী শফিকুর রাহমান, বিমল খাশিয়া প্রমুখ। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, দূর্গম পাহাড়ী এলাকায় শিক্ষার আলো প্রতিটি পরিবারে ছড়িয়ে দেওয়ার লক্ষে কানাইঘাটের সাবেক নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন প্রাকৃতিক সুন্দর্যের অনন্য রাতাছড়ায় এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে পাহাড়ী এলাকার আদিবাসী পরিবার থেকে শুরু করে এলাকার প্রতিটি পরিবারের ছেলে মেয়েরা প্রাথমিক শিক্ষা শেষে ঝরে না পড়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ পেয়েছে এবং দূর্গম পাহাড়ী এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়া রুধে অগ্রনী ভূমিকা পালন করছে এবিদ্যালয়টি । উপজেলা প্রসাশন রাতাছড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সাধ্যানুযায়ী বেতন ভাতা দিয়ে আসছেন। পাহাড়ী এলাকার ছেলে মেয়েরা মাধ্যমিক শিক্ষা পেরিয়ে যাতে করে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এজন্য স্কুলের অবকাটামো উন্নয়নসহ সার্বিক পাটদান এগিয়ে নিতে তিনি স্কুলের উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে এলাকার আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিক্ষার্থীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন ও চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। তারা রাতাছড়া এলাকায় বসবাসরত আদিবাসীদের ধর্মীয় গির্জার উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়