Thursday, September 21

কানাইঘাটে কিশোরীদের জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির কিশোরীদের ৩ দিন ব্যাপী জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২ টায় এফআইবিডিবি’র সূচনা প্রকল্পের প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে ও ইউপি কো-অর্ডিটের নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশিক উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজাদ মিয়া, সূচনা প্রকল্পের গভর্ন্যান্স অফিসার মোঃ আবু সাঈদ, সাংবাদিক শাহীন আহমদ, মুমিন রশিদ, ইউপি সদস্য রমিজ উদ্দিন, নাজির উদ্দিন, জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক এস.এম মইন উদ্দিন ও শতদল সরকার প্রমূখ। এই প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় ১০ থেকে ২০ জন কিশোরীদের নিয়ে একটি দল তৈরী করে কিশোরীদের পুষ্টি, বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রথার কুফল, সামাজিক নির্যাতন, ধর্মীয় কুসংস্কার দূরীকরন ও গর্ভবতী মায়েদের যতœ নেওয়া সহ জনসচেতনতা সৃষ্টির লক্ষে একটি ক্লাব গঠন করবে এবং সামাজিক উন্নয়নে তারা কাজ করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়