Wednesday, August 9

কানাইঘাটে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করলেন এডিসি ফেরদৌস আলম


নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত কানাইঘাট উপজেলা মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছেন সিলেটের এডিসি রাজস্ব (উপ-সচিব) এস.এম ফেরদৌস আলম। সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের নির্দেশে এডিসি ফেরদৌস আলম বুধবার বিকেল ৫টায় কানাইঘাট পৌরসভার ডালাইচর মৌজায় অবস্থিত প্রস্থাবিত উপজেলা মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করতে আসেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আ’লীগ নেতা সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট ক্রীড়া সংস্থার সদস্য উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, ইকবাল হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল আলম, শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, পৌর ছাত্রলীগের আহবায়ক রোমান আহমদ নোমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, ৪ একর ভূমি নিয়ে মিনি স্টেডিয়ামের জায়গা ইতিমধ্যে চিহ্নিত করা হলেও ভূমি খন্ডটি আন্দু বরাক জলমহালের নামে কাগজপত্র রেকর্ড থাকায় তার শ্রেণি পরিবর্তন করে স্টেডিয়ামের নামে ৪ একর ভূমি স্টেডিয়ামের নামে রেকর্ড ভুক্ত করা হয়, এ জন্য প্রস্থাবিত মিনি স্টেডিয়ামের জায়গা দেখতে আসেন তিনি। চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ১০০টি উপজেলা মিনিট স্টেডিয়াম নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে কানাইঘাট স্টেডিয়ামকে শেখ রাসেল স্টেডিয়াম হিসাবে নাম করণ করা হয়েছে। চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারী প্রস্থাবিত কানাইঘাট মিনি স্টেডিয়ামে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি কানাইঘাটে সরকারী ভাবে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন। এছাড়া স্থানীয় এমপি জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রস্থাবিত জায়গায় স্টেডিয়াম নির্মাণের জন্য আর্থিক অনুদানও প্রদান করেন। সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার কয়েক লক্ষ টাকা মাটি ভরাটের জন্য বরাদ্ধ দেন। কানাইঘাটবাসীর প্রত্যাশা এ উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য চলতি বছর সরকারীভাবে প্রস্থাবিত ৪ একর জায়গায় মিনি স্টেডিয়াম যেন নির্মাণ কাজ শুরু করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়