Sunday, August 27

শ্রমিক উন্নয়নে দৃষ্টি দিতে হবে মালিকদের: প্রধানমন্ত্রী

শ্রমিক উন্নয়নে দৃষ্টি দিতে হবে মালিকদের: প্রধানমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের উন্নয়নে মালিকদের দৃষ্টি দিতে হবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পোশাক কারখানার মালিকদের উদ্দেশে একথা বলেন।

তিনি বলেন, আপনারা ব্যবসা করেন। আপনাদের প্রফিট অবশ্যই আপনারা নেবেন। শ্রমিকদের কল্যাণের দিকে দৃষ্টি দিয়েছেন, এটা অব্যাহত রাখতে হবে।
 
এরাইতো (শ্রমিক) আপনাদের কারখানা চালায়… আপনারা আজ যা কিছু উপার্জন করেন, তা এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে, সেই কথাটা সব সময় মনে রাখবেন, এই কথাটা আমার অনুরোধ।
 
এসময় প্রধানমন্ত্রী পোশাক কারখানাগুলোতে অশান্তির কথা তুলে ধরে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং ঠিকমতো কারাখানা চালানোর পরামর্শ দেন। প্রধানমন্ত্রী কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য কিছু বেসরকারি উন্নয়ন সংস্থাকেও দায়ী করেন।
 
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গার্মেন্ট কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩৪ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়