Thursday, August 3

কানাইঘাটে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত হয়। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, কানাইঘাট কলেজের উপাধক্ষ্য লোকমান হোসেন, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, থানার এসআই স্বপন সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুল ইসলাম, আ’লীগ নেতা জালাল আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, আব্দুন নুর, আমিনুল ইসলাম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ। সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্টান মালা কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়