Sunday, August 20

‘লাভটোমিটার’ নাটকে বিজ্ঞানীর চরিত্রে জাহিদ হাসান

‘লাভটোমিটার’ নাটকে বিজ্ঞানীর চরিত্রে জাহিদ হাসান

কানাইঘাট নিউজ ডেস্ক: ‘লাভটোমিটার’ শিরোনামের একটি নাটকে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এটি রচনা করেছেন পলাশ মাহবুব।

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আশরাফুল আশীষ, শহীদুল্লাহ সবুজসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, জাহিদ হাসান অবিষ্কার করেছেন ‘লাভটোমিটার’ নামের একটি যন্ত্র। মানুষের মনের সত্যিকারের কথা বুঝতে পারে সেই যন্ত্র। যন্ত্রটি আবিষ্কারের পর তিনি মানুষের মনের কথা আর মুখের কথায় বৈপরীত্য খুঁজে পান! প্রতি পদে পদে ধাক্কা খেতে থাকেন তিনি। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায়। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়