Friday, August 25

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে যুক্তরাষ্ট্রের লোকসান ৫,৬৩৯ কোটি টাকা

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে যুক্তরাষ্ট্রের লোকসান ৫,৬৩৯ কোটি টাকা

কানাইঘাট নিউজ ডেস্ক: ৯৯ বছর পর বিরল মহাজাগতিক দৃশ্য প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে উচ্ছ্বাস-আয়োজনের কমতি ছিল না মার্কিনদের মধ্যে।

সেদিন কর্মদিবস থাকলেও অফিস কিংবা ব্যবসাপাতি ফেলে তারা কুণ্ঠা করেনি সূর্যগ্রহণ দেখতে। এতে সেদিন কিছু সময়ের জন্য হলেও থমকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উৎপাদনশীলতা। যে কারণে বড় অঙ্কের লোকসান হয়েছে দেশটির অর্থনীতিতে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো সাপোর্ট ফার্ম চ্যালেঞ্জার্স ও গ্রে অ্যান্ড ক্রিসমাস সংস্থার হিসেবে, যুক্তরাষ্ট্রে মোট কর্মজীবীর সংখ্যা ৮ কোটি ৭০ লাখ। ঘণ্টাপ্রতি তাদের মজুরি ২৩. ৮৬ ডলার।

সেদিন সূর্যগ্রহণ দেখতে মার্কিন নাগরিকেরা গড়ে ২০ মিনিট করে কাজে ফাঁকি দিয়েছেন। অর্থাৎ সূর্যগ্রহণ দেখার সময়টুকুতে প্রতিটি কর্মজীবী নাগরিকের কাছ থেকে গড়ে ৭.৯৫ ডলার মূল্যের উৎপাদন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মোট ক্ষতির অঙ্ক- ৬৯ কোটি ৪০ লাখ ডলার! বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ৫ হাজার ৬৩৯ কোটি টাকা! সূত্র: ফোর্বস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়