Thursday, August 10

এবারই খেলতে চায় বরিশাল বুলস

এবারই খেলতে চায় বরিশাল বুলস

কানাইঘাট নিউজ ডেস্ক: বাদ পড়েও বরিশাল বুলসের মালিক আওয়াল চৌধুরী আশাবাদী তার দল এবারের বিপিএলে খেলবে।

আর্থিক অসঙ্গতি ও শর্ত লঙ্ঘনের দায়ে বিপিএলের পঞ্চম আসর থেকে বাদ পড়ার পর বরিশাল বুলসের স্বত্ত্বাধিকারী আব্দুল আওয়াল চৌধুরী ভুলু জানিয়েছেন, ‘আমরা দু-চার দিনের মধ্যে বিপিএলের সমুদয় পাওনা পরিশোধ করে দেব। আশা করছি তখন আমাদের খেলার অনুমতি দেয়া হবে।’

এর আগে গতকাল বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানিয়েছেন, আর্থিক অসঙ্গতির কারণে ও শর্ত লঙ্ঘন করায় পঞ্চম আসরে থাকছেনা বরিশাল বুলস। ফলে সাত দল নিয়েই হবে এবারের বিপিএল।

ঢাকা ক্লাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে তিনি সংবাদ মাধ্যমকে আরো জানিয়েছেন, ‘আগামীতে পূর্ব পাওনা শোধ করতে পারলে আবার ফিরতে পারবে বরিশাল বুলস।’

এদিকে মন্ত্রণালয়ে বিপিএলের যে সূচি জমা দেয়া হয়েছে, সেখানে ৮টি দলের তালিকায় রাখা হয়েছে।

এর আগে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে 'অমনোযোগী' বলে আখ্যায়িত করে সমালোচিত হন ফ্রাঞ্চাইজির মালিক আওয়াল চৌধুরী। পরে অবশ্য তিনি নিজের বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর। খেলা শুরু হবে ২ নভেম্বর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়