Wednesday, August 23

কানাইঘাট উপজেলা নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সভা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির এক সভা বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির সভাপতি তাহসিনা বেগমের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) চন্দন চক্রবর্তীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেম্স লিও ফারগুসন নানকা, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম, মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, রায়গড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী মোঃ হারুন রশিদ, সাংবাদিক শাহীন আহমদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. জমির উদ্দিন প্রমুখ। সভায় উপজেলা নারী ও শিশু পাচার কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম তার বক্তব্যে বলেন- কানাইঘাট উপজেলার দু’টি ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। কোন দালাল চক্র সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুদের যাতে করে পাচার করতে না পারে এজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন- অনেক সময় ভদ্রবেশি দালাল ও সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র দরিদ্রতার সুযোগ নিয়ে নানা ধরনের প্রলোভন দেখিয়ে নারী ও শিশুদের দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং দেশের বাহিরে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে থাকে। কিন্তু কানাইঘাটে সবাই সচেতন থাকায় এ ধরনের ঘটনা আমাদের চোখে ধরা পড়েনি। তারপরও কোন পাচার কারীর সন্ধান পেলে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক অবহিত করতে হবে। সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা, সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন- কানাইঘাটে নারী ও শিশু পাচার যাতে কোন চক্র করতে না পারে এজন্য ইউনিয়ন পর্যায়ে সবাইকে নিয়ে সচেতনতা তৈরির জন্য সভা, উঠান বৈঠকসহ প্রচারনামূলক কার্যক্রম চালাতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়