Saturday, August 5

৪৩-এও মুগ্ধতা ছড়াচ্ছেন কাজল

৪৩-এও মুগ্ধতা ছড়াচ্ছেন কাজল

বিনোদন ডেস্ক: আজ ৫ আগস্ট। বলিউড অভিনেত্রী কাজলের জন্মদিন। ৪৩ বছরে পা দিলেন বলিউডের 'সিমরান' খ্যাত নায়িকা কাজল। সেই সাথে বলিউডে নিজের অভিনয় জীবনেরও ২৫ বছর পার করে ফেলেছেন এই অভিনেত্রী।

১৯৯২ সালে মুক্তি পাওয়া 'বেখুদি' ছবি দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন কাজল। যদিও কাজল রাতারাতি তারকা বনে যান পরের বছর মুক্তি পাওয়া 'বাজিগর' ছবি দিয়ে। এই ফিল্মেই শাহরুখ খান এবং কাজল জুটিকে প্রথমবার পর্দায় দেখতে পান দর্শক।

এরপর দুজনে মিলে উপহার দেন 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মাই নেম ইজ খান', 'কাভি খুশি কাভি গাম'-এর মতো একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, পাঁচবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন কাজল। ২০১১ সালে কাজল পদ্মশ্রী পুরস্কার পান। এর আগেই অবশ্য কাজল বিয়েটা সেরে ফেলেছিলেন। ১৯৯৯ সালেই অভিনেতা অজয় দেবগনের সঙ্গে কাজল বিয়েটা সেরে ফেলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়