Monday, August 21

মেয়র আনিসুলের শারীরিক অবস্থার উন্নতি

মেয়র আনিসুলের শারীরিক অবস্থার উন্নতি

কানাইঘাট নিউজ ডেস্ক: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনো তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে  রাখা হয়েছে।

আজ সোমবার অথবা মঙ্গলবার তাকে জাগিয়ে তোলার চেষ্টা করবেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান এসব বিষয় জানিয়েছেন। তিনি বলেন, আনিসুল হকের শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় আব্দুন নূর তুষার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মেয়র আনিসুল হক চিকিৎসাধীন আছেন, সকলে দোয়া করবেন যাতে তার সুস্থতা দ্রুততর হয়।’

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়