Tuesday, August 22

‘যাদের টাকা আছে তারা মেসিকে কিনবে’

‘যাদের টাকা আছে তারা মেসিকে কিনবে’

কানাইঘাট নিউজ ডেস্ক: ‘আমি জানি না। এমন কেউ থাকতে পারে, যাদের টাকা আছে এবং সেটা খরচ করতে চায়। তারা কিনবে মেসিকে।’

মেসির বাই-আউট ক্লজ ৩০ কোটি ইউরো। এই বিশাল অর্থ দিয়ে মেসিকে কেউ কিনতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে একথা বলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

গত মাসে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কাগজে সই করেননি মেসি। এমন সময়ক্ষেপণের কারণে মেসিকে নিয়ে চলছে নানা কানাঘুষা। নতুন চুক্তি হলে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।

বার্সেলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি না হওয়ায় ৩০ বছর বয়সী মেসিকে নিয়ে সংবাদ মাধ্যমেও গুঞ্জন আছে। অনেকের ধারণা, গার্দিওলার সিটির সঙ্গে যোগাযোগ আছে আর্জেন্টিনার তারকা এই খেলোয়াড়ের।

উল্লেখ্য, সম্প্রতি রেকর্ড ২২২ মিলিয়ন ডলার বাই-আউট ক্লজে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়