
কানাইঘাট নিউজ ডেস্ক:
তুরস্কের কৃষ্ণসাগর প্রদেশের আমাসিয়া এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস
উল্টে গিয়ে অন্তত পাঁচজন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এ
খবর জানায়। খবর সিনহুয়ার।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, বাসটি দেশের বৃহত্তম নগরী ইস্তান্বুল থেকে কৃষ্ণসাগর প্রদেশের সামসুন নগরীর দিকে যাওয়ার সময় আমাসিয়ার মেরজিফন এলাকার কাছে রাস্তার বাইরে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মী ও অ্যাম্ব্যুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের আমাসিয়া ও মেরজিফনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, বাসটি দেশের বৃহত্তম নগরী ইস্তান্বুল থেকে কৃষ্ণসাগর প্রদেশের সামসুন নগরীর দিকে যাওয়ার সময় আমাসিয়ার মেরজিফন এলাকার কাছে রাস্তার বাইরে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মী ও অ্যাম্ব্যুলেন্স পাঠানো হয়েছে এবং আহতদের আমাসিয়া ও মেরজিফনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়