Thursday, August 10

জমিয়তে উলামার ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন- জমিয়তে উলামা হচ্ছে একটি মাযহাবী সংগঠন, এই সংগঠনের দায়িত্বশীলগণের নিরলস প্রচেষ্টার কারণে আজ দারুল উলূম দেওবন্দের খাঁটি উত্তরসূরীরা দলে দলে এ সংগঠনের নীতি ও আদর্শে অনুপ্রাণীত হয়ে যোগদান করছেন। তিনি আরো বলেন- আমরা জমিয়ত করি সঠিক ইসলামী দল হিসেবে। কারো ক্ষমতায় যাওয়ার সিড়ি আমরা নই, পদ-পদবীর লোভও আমাদের নেই। জমিয়তে উলামায় আছি ইনশাহআল্লাহ আজীবন থাকব। আলিম উদ্দিন আরো বলেন- আমাদের দলে কোন বিভেদ নেই, আমরা শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরীর সঠিক উত্তরসূরী হিসেবে বেঁচে থাকতে চাই। লিল্লাহিয়্যাতের সাথে কাজ করলে আমাদের সফলতা আসবেই ইনশাহআল্লাহ। আল্লামা দুর্লভপুরী বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামা বাংলাদেশের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন- শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাও. হিলাল আহমদ, মাও. লোকমান আহমদ, মাও. রশিদ আহমদ, দলের মহাসচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী, মাও. মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাও. গোলাম ওয়াহিদ, মাও. আবু বকর, মাও. ফয়জুল হক, মাও. আব্দুল জব্বার, মাও. আজমত উল্লাহ, মাও. কাওছার আহমদ, মাও. আবুল হোসাইন চতুলী, এড. মোহাম্মদ আলী, মাও. রুহুল আমিন, মাও. বদরুল আলম, মাও. লুৎফুর রহমান, মাও. হা. হারুনুর রশীদ, হা. নজীর আহমদ, মাও. বদরুল ইসলাম আল ফারুক, মাও. মামুনুর রশিদ, মাও. বিলাল গাজী, মাও. হারিছ উদ্দিন, মাও. ইয়াহইয়া শহীদ, মাও. ক্বারী মাসুক আহমদ, ছাত্রনেতা তোফায়েল গাজালি, মাও. এমাদ উদ্দিন লাহীন, মাও. সাদ উল্লাহ, ছাত্রনেতা আসাদ আহমদ, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, জুনায়েদ আহমদ, ইয়াহইয়া, নজরুল ইসলাম, হা. সুয়াইব আহমদ, মাও. হা. সিদ্দিক বিন মুহাম্মদ, মাও. এহসানে এলাহী প্রমুখ। সম্মেলনে ত্রি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন- দলের মহাসচিব মাও. নজরুল ইসলাম তোয়াকুলী। সম্মেলন শেষে উপস্থিত কাউন্সিলারগণের মতামতের ভিত্তিতে মাও. আলিমুদ্দীন দুর্লভপুরী কে দলের কেন্দ্রীয় আমীর, মাও. নজরুল ইসলাম তোয়াকুলী কে মহাসচিব, মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলীকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ১০১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামার আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়